Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন ঢাকায় গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩২

গ্রেফতার ইফতারুল হাসান স্বপন। ছবি কোলাজ: সারাবাংলা

ভোলা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা এবং ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে শাজাহানপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বনানী থেকে আটকের পর স্বপনকে রাতেই মামলার প্রক্রিয়ায় যুক্ত করে পুলিশ। স্বপনের আইনজীবী অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার জানান, চলতি বছরের ১৯ মে মালিবাগ রেলগেট এলাকায় আওয়ামী লীগের পক্ষে ৪০–৫০ জনের একটি মিছিল হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯, ১০ ও ১২ ধারায় মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাত আসামিদের অন্তর্ভুক্ত করা হলেও বর্তমানে স্বপনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

এদিকে স্বপনের গ্রেফতারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, চাচার রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্বপন দীর্ঘদিন এলাকায় একক রাজত্ব করেছেন। চেয়ারম্যান থাকাকালে তার বিরুদ্ধে নদীচর দখল, চাঁদাবাজি, লুটপাট, উপজেলা মৎস্য কর্মকর্তাকে হুমকি এবং সরকারি সহায়তা বিতরণে অনিয়মসহ একাধিক অভিযোগ উঠেছিল।

সারাবাংলা/এসএস

গ্রেফতার ঢাকায় তোফায়েল আহমেদ ভাতিজা স্বপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর