Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:২২

দুর্বৃত্তের গুলিতে আহত অনিক

খুলনা: খুলনায় দুর্বৃত্তের গুলিতে অনিক (২১) নামের এক ‍যুবক আহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নগরীর রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। আহত যুবক নগরীর কালীবাড়ি মন্টু দাশের ছেলে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে দুই যুবকের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে একজন কোমর থেকে পিস্তল বের করে অপর যুবককে গুলি করে। যুবকটি রাস্তার ওপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে ওই যুবকটি তার হাতে থাকা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

সারাবাংলা/এসএস

আহত খুলনা গুলি দুর্বৃত্ত যুবক

বিজ্ঞাপন

অপো এ৬ প্রো নিয়ে আসছে ‘রোজউড রেড’
২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:১০

আরো

সম্পর্কিত খবর