Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজায় এলো হিমাদ্রী-শিমু দম্পতির ‘ভুবন মোহিনী মাগো’

সারাবাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৯ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:১১

হিমাদ্রী-শিমু দম্পতির সংগীত আয়োজন ‘ভুবন মোহিনী মাগো’। ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে শিমু দে’র একক গান ‘ভুবন মোহিনী মাগো’। গানটি বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে শিমু দে’র ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। সংগীতজ্ঞ হিমাদ্রী শেখরের কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন শিল্পী নিজেই।

এ প্রসঙ্গে শিমু দে বলেন, ‘জীবনের প্রথম নিজেই সংগীত আয়োজনের চেষ্টা করেছি। পূজার আগে মাতৃবন্দনা আপনাদের কাছে তুলে ধরলাম। এই আয়োজনটি যদি আপনাদের ভালো লাগে তবেই আমার সার্থকতা।’

নিজের কথা ও সুর নিয়ে হিমাদ্রী শেখর বলেন, ‘পূজা এলেই মনে হয় নতুন কিছু কাজ করি। প্রতিবছর শিমুর একটা গান দিতে চেষ্টা করি। তবে এবারের গানটা দিতে একটু দেরি হলো। অনেকদিনের ইচ্ছা ও প্রয়োজন থেকেই বাসায় ছোট্ট করে একটি স্টুডিও সেটাপ নেওয়া। তাই আমি ও শিমু দু’জনই ভাবলাম, এবার তাহলে ভিন্ন কিছুই হোক। সেই ইচ্ছে থেকে একটু লেখা ও সুর দেওয়ার চেষ্টা।’

বিজ্ঞাপন

পূজার এই সংগীত আয়োজনটি শোনার জন্য শ্রোতাদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি তাদের প্রতি অগ্রিম কৃতজ্ঞতাও প্রকাশ করেন হিমাদ্রী-শিমু দম্পতি।

গানটি শুনতে ইউটিউব লিংক: https://youtu.be/pWVZn-k0nlo?si=IOCULDnW5Ob9o2Uj

সারাবাংলা/পিটিএম

ভুবন মোহিনী মাগো শিমু দে হিমাদ্রী শেখর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর