Wednesday 24 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংককের রাস্তায় হঠাৎ ৫০ মিটারের গর্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৮

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি হাসপাতালের কাছে রাস্তা ভেঙে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

দেশটির কর্মকর্তারা জানান, ভাজিরা হাসপাতালের সামনের স্যামসেন রোডের প্রায় ৯০০ বর্গমিটার এলাকা ভেঙে ৫০ মিটার গভীর গর্তের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ড্রেনেজ পাইপ থেকে পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে রাস্তাটি নিচে ধসে পড়ে এবং বৈদ্যুতিক খুঁটিগুলোও সঙ্গে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভাজিরা হাসপাতালের রোগীদের ওপর কোনো প্রভাব পড়েনি বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের জানান, একটি ভূগর্ভস্থ ট্রেন লাইন নির্মাণের স্থান থেকে ময়লা ভেতরে ঢোকার কারণে এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘ভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি।’

ব্যাংককের গভর্নর চ্যাদচার্ট সিট্টিপুন্ট জানান, একটি পাইপ ফেটে যাওয়ার কারণে পানি ও বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়েছে। তিনি আরও বলেন, ‘হাসপাতালের কোনো সমস্যা নেই। আমরা পাশের পুলিশ স্টেশনটি নিয়ে উদ্বিগ্ন। এটি এখনও বিপজ্জনক অবস্থায় আছে। লোকজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

সারাবাংলা/এইচআই

গর্ত ব্যাংকক রাস্তা ভেঙে গর্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর