Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:০০

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় ট্রেনের ধাক্কায় শাকিল (১৯) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মহানগরীর জংশন রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল দিনাজপুরের বাসিন্দা। তার বাবার নাম রফিকুল ইসলাম। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের শিক্ষার্থী। খুলনায় তিনি বৈকালী এলাকার একটি মেসে থাকতেন।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বেতনা কমিউটার ট্রেনটি বেনাপোল থেকে খুলনার দিকে আসছিল। এ সময় শাকিল রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। দ্রুতগামী ট্রেনটি আসছে তা তিনি টের পাননি। ফলে ট্রেনের ধাক্কায় তিনি পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর