খুলনা: খুলনায় ট্রেনের ধাক্কায় শাকিল (১৯) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মহানগরীর জংশন রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল দিনাজপুরের বাসিন্দা। তার বাবার নাম রফিকুল ইসলাম। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের শিক্ষার্থী। খুলনায় তিনি বৈকালী এলাকার একটি মেসে থাকতেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বেতনা কমিউটার ট্রেনটি বেনাপোল থেকে খুলনার দিকে আসছিল। এ সময় শাকিল রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। দ্রুতগামী ট্রেনটি আসছে তা তিনি টের পাননি। ফলে ট্রেনের ধাক্কায় তিনি পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’