ইবি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে ২০২৫-২৬ আর্থিক বছরে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ১৪১ জন শিক্ষক ও শিক্ষার্থী চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৬৫ শিক্ষক, ৬৯ শিক্ষার্থী ও সাতজন পিএইচডি গবেষক রয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। এই গবেষণা কার্যক্রমের মেয়াদ এক বছর। এই প্রকল্পের অধীন প্রত্যেক গবেষককে নির্ধারিত টাকা দেওয়া হবে।
এই গবেষণা কার্যক্রমে নির্বাচিত শিক্ষকেরা পাবেন তিন লাখ থেকে তিন লাখ ২৫ হাজার টাকা, পিএইচডি গবেষক শিক্ষক দুই লক্ষ ও শিক্ষার্থী ৫০ হাজার টাকা এবং শিক্ষার্থীরা পাবেন ৫০ থেকে ৬০ হাজার টাকা।
বিশ্ববিদ্যালয়ের মোট ৭টি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও পিএচডি গবেষক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাতজন শিক্ষক, তিনজন শিক্ষার্থী ও তিনজন পিএইচডি গবেষক, কলা অনুষদের ১০ জন শিক্ষক, একজন শিক্ষার্থী ও তিনজন পিএইচডি গবেষক, সামাজিক বিজ্ঞান অনুষদের ১১ জন শিক্ষক ও ১৪ জন শিক্ষার্থী, ব্যাবসায় প্রশাসন অনুষদের ৯ জন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১০ জন শিক্ষক ও ১৬ জন শিক্ষার্থী, জীববিজ্ঞান অনুষদের ১৩ জন শিক্ষক ও ২৩ জন শিক্ষার্থী এবং বিজ্ঞান অনুষদের পাঁচজন শিক্ষক, ৯ জন শিক্ষার্থী ও একজন পিএইচডি গবেষক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা গবেষণা খাতকে অগ্রাধিকার দিচ্ছি। যারা নির্বাচিত হয়েছে সকলের জন্য শুভ কামনা। এ ছাড়া আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের এসকল রিসার্চ পেপার আমরা লাইব্রেরিতে সংরক্ষণ করব। যাতে সকলেই রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারে এবং পরবর্তীতে সকলের উপকারে আসে।