Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৬

বৃষ্টি। প্রতীকী ছবি।

ঢাকা: সারারাত বৃষ্টির পরও রাজধানী ঢাকার আকাশ আজও মেঘে আচ্ছন্ন। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সারাদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি কিংবা ভারী বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

বিজ্ঞাপন

রাতভর বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত হয়েছে ২৩ মিলিমিটার।

পূর্বাভাস অনুযায়ী—

  • শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
  • শনিবার (২৭ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • রোববার (২৮ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন বিভাগে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
  • আগামী চার দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

সারাবাংলা/এফএন/এনজে

পূর্বাভাস বজ্রসহ বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর