রাজবাড়ী: তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শহরের শ্রীপুরে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এ মিনি ম্যারাথনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ মিনি ম্যারাথন শহরের শ্রীপুরের জুলাই স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে শহরের শহিদ খুশি রেলওয়ে ময়দানে এসে শেষ হয়। মিনি ম্যারাথনে নারী-পুরুষ দুটি আলাদা বিভাগে ভাগ হয়ে অংশ নেন।
মিনি ম্যারাথনে পুরুষদের মধ্যে ডা. আবুল হোসেন ফুটবল একাডেমির মো. মারুফ শিকদার চ্যাম্পিয়ন ও রানার আপ হয় রবিউল কাজী। মহিলাদের মধ্যে ডা. আবুল হোসেন ফুটবল একাডেমির আল্পনা খাতু চ্যাম্পিয়ন হয় ও রানার আপ হয় ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের আয়েশা আক্তার।
এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন,এই বছরের জানুয়ারি থেকে তারুণ্যের উৎসব শুরু করেছি। এছাড়া সেপ্টেম্বর থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত বিভিন্ন কার্যক্রম থাকবে। তরুণদের সুস্থ, সামাজিক ও সাংস্কৃতিক যে আয়োজন গুলো সেগুলোতে আকর্ষণ করায় আমাদের তারুণ্যের উৎসবের লক্ষ্য থাকবে। আমরা আজকে ম্যারাথন দিয়ে শুরু করেছি। এর মধ্যে বইপড়া প্রতিযোগীতা হয়েছে। সামনে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফুটবল ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। আমরা চাই আমাদের তরুণরা যেন পড়াশোনা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো বজায় রাখে। মাদক, ধুমপানসহ সমস্ত ধরণের সামাজিক যে ব্যাধি সে ধরণের জিনিস থেকে যেনো মুক্ত থাকে।
মিনি ম্যারাথনে স্থানীয় সরকারের উপপরিচালক ড. মো. মাহমুদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, জেলা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, সাধারণ মানুষ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।