Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: গোলাম পরওয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রতিবেশি দেশের পক্ষ থেকে যেকোনো রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় বাইরের শক্তিগুলোর প্রভাব খাটানোর প্রবণতা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, যা দেশের গণতন্ত্র ও জনগণের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হুমকি তৈরি করছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দেশের নেতৃত্ব পরিবর্তনে তারা বিশ্বাসী। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দল ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, “জনগণের ভোটাধিকারকে প্রভাবিত করতে বিদেশি শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।”

বিজ্ঞাপন

জামায়াত সেক্রেটারি জেনারেল আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে তাদের পক্ষ থেকে চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনের ওপর নির্যাতন ও দমননীতির বিরুদ্ধে মুসলিম বিশ্বের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও সোচ্চার হতে হবে।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ান নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং চায়না পিপলস টু পিপলস ডিপ্লোম্যাসির মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

গোলাম পরওয়ার জানান, চীনের পক্ষ থেকেও বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
২৯ অক্টোবর ২০২৫ ০৯:০০

আরো

সম্পর্কিত খবর