Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের মারধরে যুবক নিহতের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৬

ঘটনাস্থলে নসিব তালুকদারের মরদেহ।

যশোর: যশোরের অভয়নগর উপজেলার নলামারা এলাকায় ঘেরের পাশ থেকে নসিব তালুকদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত নসিব তালুকদার উপজলার গোপিনাথপুর গ্রামের হামিদ তালুকদার ছেলে।

নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন তিনি।
বিষয়টি খতিয়ে দেখছে তারা। এ ঘটনায় ৩ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, নলমারা এলাকার গোবিন্দ ও প্রদীপের ঘেরের পাশে নসিব তালুকদারের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নিহতের কাঁধে ও বুকে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো।

বিজ্ঞাপন

ওসি জানান, প্রাথমিক তথ্যমতে জানাগেছে নসিব তালুকদার ঘেরে মাছ চুরি করতে যান। এ সময় চোর চোর বলে চিৎকার দিলে স্থানীয়রা বেরিয়ে আসে এবং তাদের ধারালো অস্ত্রের আঘাতে নসিবের মৃত্যু হয়। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে হেফাজতে নেয়া হয়েছে।

সারাবাংলা/এনজে

মাছ চুরি যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর