Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসই-তে লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়াল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০০

ঢাকা: চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারে সূচকের উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণে একইসঙ্গে বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে । ফলে প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) এর লেনদেন অনূর্ধ্ব ৫০০ কোটি থেকে ফের ৭০০ কোটি টাকা স্পর্শ করেছে। আর সার্বিক লেনদেনে গতি ফিরে আসায় বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা কমেছে।

বাজার চিত্রে দেখা যায়, গত কয়েকদিনের টানা পতনের পর বুধবার পুঁজিবাজারে লেনদেন ও সূচক বেড়েছিল। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবারও সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতেই সূচক আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট বেড়ে যায়। এক পর্যায়ে প্রধান বাজারের সূচক বাড়ে ৫০ পয়েন্ট। কিন্তু লেনদেন শেষে তা আর স্থায়ী হয়নি। লেনদেন শেষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৪৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে।

বিজ্ঞাপন

এছাড়া, ডিএসই’র অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১১৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ২১০৩ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে ৭০৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৭৬ কোটি টাকা।

এদিন ডিএসই-তে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৫টি কোম্পানির, বিপরীতে ১৫৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসই-তে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই-তে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ফারইস্ট নিটিংয়ের ২১.৬৬ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৮.৬৬ কোটি টাকা, সিমটেক্সের ১৭.০৩ কোটি টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৬.১৪ কোটি টাকা, ডোমিনেজের ১৫.৫৯ কোটি টাকা, খান ব্রাদার্সের ১৫.০৩ কোটি টাকা, টেকনো ড্রাগসের ১৩.১৮ কোটি টাকা, রবি আজিয়াটার ১৩.০৯ কোটি টাকা ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১১.৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর