Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা প্রতীক না দেওয়ার ব্যাখ্যা দেবে না ইসি: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, একটি দলকে শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, এটা কমিশনের সিদ্ধান্ত, আর ইসি কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, ইসিতে প্রথম নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না শাপলা প্রতীক চেয়েছিলেন তখন আলোচনা করেনি, এখন শাপলা নিয়ে আলোচনা কেন?

‎তিনি বলেন, নানা কারণে কমিশন সিদ্ধান্ত নেওয়া হয়। তারা (এনসিপি) চিঠি দিতে পারেন এতে সমস্যা নাই।

‎শাপলা প্রতীক প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দীন বলেন, তারা রাজনীতিবিদ হিসেবে নানান কথা বলতে পারেন।

বিজ্ঞাপন

এনসিপির শাপলা না দেওয়ার হুঁশিয়ারিকে হুমকি মনে করছেন কি না- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, না.. কোনো হুশিয়ারিকেই হুমকি মনে করছে না ইসি। কারণ তারা দেশপ্রেমিক, দেশদ্রোহী নয়।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি সফল হবে জানিয়ে তিনি আরও বলেন, রমজানের আগে নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। ঐতিহাসিক নির্বাচন করতে চায় কমিশন।

‎সিইসি আরও বলেন, দেশের মানুষের আস্থা অর্জন করেছি তবে কানাডা সফরে গিয়ে দেখলাম আমাদের প্রবাসীদের জানার অনেক গ্যাপ আছে, যা টের পায়নি। আমাদের প্রবাসীদের দেখলাম আমাদের ওপর অনাস্থা ভাব।

‎সারাবাংলা/এনএল/ইআ

এ এম এম নাসির উদ্দীন নির্বাচন কমিশন (ইসি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর