ঢাকা: শিক্ষার্থীদের শারীরিক বিভিন্ন সমস্যা ও পরামর্শের জন্য মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। তিন দিনব্যাপী এ ক্যাম্পে ১ হাজার ৮০০ শিক্ষার্থীকে ওষুধ ও পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী এ ক্যাম্পের সমাপ্তি ঘটে। মঙ্গলবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় ক্রমান্বয়ে গাইনি, ত্বক (স্কিন) ও মেডিসিন সেবা দেয় সংগঠনটি।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। গতকাল বুধবার ত্বক, আজ মেডিসিন বিভাগে সেবা দেওয়া হয়েছে। ছাত্রদল শুধু শিক্ষার্থীদের ডাক্তার দেখানো নয়, এর পাশাপাশি বিনামূল্যে ওষুধ প্রদান করেছে। স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। বিশেষ করে নারী বন্ধুদের জন্য আগামীতে ছাত্রদলের এমন মহৎ উদ্যোগ চলমান থাকবে।’
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সবার আগে এগিয়ে থাকে। প্রথমবারের মতো মেডিক্যাল ক্যাম্প থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। শিক্ষার্থীরা একরকম কার্যক্রম আরও চলমান রাখার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আমাদের মেডিক্যাল ক্যাম্প চালু থাকবে।’
কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা দেন গাইনি বিশেষজ্ঞ ডা. উম্মে হানি পৃথ্বী ও ডা. ফাইরুজ ফানান্না। এ দিন সাড়ে চারশ শিক্ষার্থীকে সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। দ্বিতীয় দিন ত্বকের যত্নের সেবা দেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মোরশেদুল ইসলাম সজীব ও ডা. তানজিনা রহমান। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী সেবা পান। শেষ দিন মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন ডা. আব্দুল বারী মামুন, ডা. কামরুল হাসান মুন্না ও ডা. সজল আহমেদ। িই তিনজন আট শতাধিক শিক্ষার্থীকে ওষুধ ও সেবা প্রদান করেন।
তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. সাব্বির শরীফ শাকিল।