Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৭

পানিতে ডুবে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

নোয়াখালীর: জেলার সুবর্ণচর উপজেলার পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু দুটি হলো- সাইম (৪) এবং লাবিব (২)। তারা দুজন চরমজিদ গ্রামের সাঈদের ছেলে।

নিহতদের চাচা করিম জানান, সাইম ও লাবিব একসঙ্গে বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলতে পরিবারের অজ্ঞাতে তারা দু’জন পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের না দেখে খোঁজাখুজির এক পযার্য়ে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে শিশু দু’টিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর