Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৬ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ফাইল ছবি

খুলনা: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খুলনার খালিশপুর থানার অর্ন্তগত ১০ ও ১২ নম্বর ওয়ার্ডের দুই বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিএনপি মহানগর মিডিয়া সেল বিষয় নিশ্চিত করেছেন।

নেতারা হলেন— খালিশপুর থানার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক এস আরিফুর রহমান শিমুল ও ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাজু।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় ওই দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় মনিটরিং সেলের সুপারিশক্রমে মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সই করা পত্রে তাদেরকে অব্যহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:১৭

আরো

সম্পর্কিত খবর