Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ ৩ নেতাকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৯

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। ফাইল ছবি

নওগাঁ: সাংগঠনিক নিয়মবহির্ভূত কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম এবং সদস্য সচিব রুহুল আমিন মুক্তারকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, উল্লিখিত তিন নেতা দলের গঠনতন্ত্র এবং নীতিমালার পরিপন্থী কিছু কর্মকাণ্ডে জড়িত হয়েছেন বলে কেন্দ্রীয় কমিটির কাছে প্রমাণ রয়েছে। তাদের আগামী ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হলো। যদি ব্যাখ্যা গ্রহণযোগ্য না হয়, তাহলে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদল যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু বলেন, ‘নওগাঁয় দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এগুলোর বিষয়ে জানতে হয়তো দল নোটিশ দিয়েছে। সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচলনার যে অভিযোগটি করা হচ্ছে এটি সঠিক নয়। কেউ ষড়যন্ত্রমূলকভাবে দলের কাছে আমাদের নামে অভিযোগ দিয়েছে। ২৭ তারিখ সশরীরে উপস্থিত থেকে দলের কাছে ব্যাখ্যা দিব।’

সারাবাংলা/এইচআই

নওগাঁ যুবদল শোকজ

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর