Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতি গঠনে শিক্ষিত মায়ের ভূমিকা অপরিসীম’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫৬

ফরিদপুর : ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত মায়ের ভূমিকা অপরিসীম।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের ছলেনামা গ্রামে জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত “শিক্ষার মান উন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নারী শিক্ষার অগ্রগতির প্রধান অন্তরায় হলো বাল্যবিবাহ। তাই বাল্যবিবাহ রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। এছাড়া, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বিদ্যালয়ভীতি রোধ করতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আন্তরিক সম্পর্ক গড়ে তোলা জরুরি।’

বিজ্ঞাপন

জনসংঘ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এম এম শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।

এরআগে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য দলিল উদ্দিনের নামে “দলিল উদ্দিন পাঠাগার” ও স্কুল প্রাঙ্গণে জামে মসজিদ এর উদ্বোধন করেন প্রধান অতিথি শরফ উদ্দিন আহমেদ।

মতবিনিময় সভার শুরুতে দলিল উদ্দিনের লেখা “কালের খেয়া” নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, সমাজ সেবক ও লেখক মো. দলিল উদ্দিন বক্তব্য দেন।

বিজ্ঞাপন

পাবনায় ছুরিকাঘাতে যুবক নিহত
২২ নভেম্বর ২০২৫ ১০:০৭

আরো

সম্পর্কিত খবর