রাজবাড়ী: রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শহরের আজাদী ময়দান সংলগ্ন বি আর ই এল কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ীর পৌর শাখার আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ী পৌর আমির ডা. মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. মো. নূরুল ইসলাম বক্তব্য দেন।
কর্মী সম্মেলন শেষে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি শহরের আজাদী ময়দান থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা।
বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে বহু মানুষ শহিদ ও আহত হলেও এ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার জন্য তৎপর।
তাদের দাবি, আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয়পক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। সেই সাথে স্বৈরাচারীর দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান জামায়াত নেতারা।
পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা লিয়াকত আলীর সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার নায়েবে আমীর মো. হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী মো. আলিমুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর মো. হেলাল উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সাঈয়েদ আহমেদ, জেলা জামায়াতে ইসলামীর সাবেক কর্মপরিষদ সদস্য ও বর্তমান টিম সদস্য সাবেক সহকারী অধ্যাপক ডা. ইুউনুস আলী মোল্লাসহ অনেকেই বক্তব্য দেন। এ সময় জেলা, উপজেলা, পৌর জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।