Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটিতে গৃহবধূকে হত্যার পর ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮

নিহত সুখি বেগমের বাড়িতে এলাকাবাসী ও স্বজনেরা।

বরিশাল: ‎ঝালকাঠির নলছিটিতে সুখি বেগম (৪০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর নগদ টাকা ও সোনা লুট করেছে ডাকাতদল।

‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত সুখি বেগম ওই এলাকার মাংস ব্যবসায়ী মনির হাওলাদারের স্ত্রী। তার দুই ছেলে ও মেয়ে রয়েছে।

‎সুখি বেগমের স্বামী মনির হাওলাদার বলেন, ভোরে আমি মাংসের দোকানে গেছি। এরপর আমার ছোট ভাইয়ের বউ আমাকে খবর দেয় যে ভাবির কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না। এরপর বাড়ি এসে দেখি ঘরের দরজা-জানালা সব বন্ধ। পরে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী বিছানার ওপর পড়ে আছে। ড্রয়ারের তালা ভেঙে পাঁচ লাখ টাকা ও সোনা নিয়ে গেছে ডাকাতরা।

বিজ্ঞাপন

‎নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এনজে

ডাকাতি হত্যা

বিজ্ঞাপন

নলছিটিতে গৃহবধূকে হত্যার পর ডাকাতি
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর