জুলাই সনদ বাস্তবায়ন ও উভয় কক্ষে পিআর বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বিক্ষোভ সমাবেশ করে দলটি।
তাদের অন্য দাবিগুলো হলো- জুলাই সনদ বাস্তবায়ন, উভয় কক্ষে পিআর বাস্তবায়ন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করা ও জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সারাবাংলার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো প্রতিবেদনে জামায়াতের বিক্ষোভ সমাবেশ—
নোয়াখালী
নোয়াখালী মুক্তমঞ্চ থেকে জামায়াতের মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরবাজারের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শহর আমির মাওলানা মো. ইউসূফ এর সভাপতিত্বে বক্তব্য দেন মাওলানা নাজমুল ইসলাম শামিম, নোয়াখালী সদর আমির হাফেজ মহিউদ্দিন, শহর শাখার সেক্রেটারি মাওলানা মো. মায়াজ, ছাত্রশিবির শহর শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব প্রমুখ।
নওগাঁ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শহরের মুক্তির মোড় জেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের তাজের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় সমাবেশ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আ স ম সায়েম, নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ওবায়দুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা সেক্রটারি অ্যাডভোকেট আব্দুর রহিম বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করা ও সেই সঙ্গে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানান তারা। ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
টাঙ্গাইল
এদিন বিকেলে দলটির বিক্ষোভ মিছিল শহরের নিরালা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আমির আহসান হাবীব মাসুদ।
সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হুসনি মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম ও শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
যশোর
এদিন বিকেল সাড়ে চারটায় শহরের ঈদগাহ মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের দড়াটানা ঘুরে চৌরাস্তায় যেয়ে শেষ হয়। এর আগে ঈদগা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।
সমাবেশে জেলা জামায়াতের ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসূল, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু জাফর, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর শহর শাখার আমির শামসুজ্জামান, প্রচার শাহাবুদ্দিন বিশ্বাস ও সদর উপজেলার আমির অধ্যাপক আশরাফ আলী প্রমুখ।
নড়াইল
বিকেলে নড়াইল পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল শহরের নড়াইল প্রেসক্লাবের সামনে এসে জমায়েত হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও সাবেক নড়াইল জেলা আমির মির্জা আশেক এলাহী, নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন।
চুয়াডাঙ্গা
এদিন বিকেল ৫টার পর চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্ত মঞ্চের সামনে থেকে জেলা জামায়াতের আমির রুহুল আমিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির বেলাল হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, ইউনিট সদস্য আব্দুর রউফ ও শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি কাইমুদ্দিন হিরোক।
নীলফামারী
সকালে জেলা শহরের ডিসি মোড়ে দলটির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামী’র আমির ও নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এতে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. খাইরুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী-০২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আল ফারুখ আব্দুল লতিফ, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, সহর আমির আনোয়ারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টুসহ আরও অনেকে।
সমাবেশ শেষে ডিসি মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী বড়বাজারে গিয়ে শেষ হয়।