Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সায়দাবাদে ট্রেনচাপায় এক ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৭

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর সায়দাবাদ রেলগেটে ট্রেনের ধাক্কায় আব্দুল গনি (৬৫) নামে এক সাবেক সরকারি কর্মচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সায়দাবাদ রেলগেটে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজন ও পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পথচারী মো. মিরাজ হোসেন জানান, রাতে ওই ব্যক্তি সায়দাবাদ রেলগেটে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত ব্যক্তির ছেলে মো. আশরাফুল ইসলাম বাপ্পী জানান, গ্যান্ডারিয়া করাতিটোলা এলাকায় তাদের স্থানীয় বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসে জানতে পাড়ি ট্রেনের ধাক্কায় আহত হয়েছিল।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ওই ব্যক্তিকে স্বজন ও পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর