ঢাকা: রাজধানীর চকবাজারে ছুরিকাঘাতে আহত আমিরলাল সরদার (৩৫) নামে এক যুবক চিকিৎসাধীন ঢাকা মেডিকেলে মারা গেছেন। তিনি প্লাস্টিক কারখানার কর্মচারী ছিলেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চকবাজার থানার মিটফোর্ড কালিবাড়ি এলাকার গোডাউনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ৯ টার দিকে মারা যায়।
আমিরলালের চাচাতো ভাই জসিম সরদার জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে। আমিরলালের বাবার নাম তালেব সরদার। আমিরলাল আমির হোসেন নামে এক ব্যক্তির প্লাস্টিকের আসবাবপত্র বানানোর কারখানায় কাজ করতেন। ইসলামবাগে তাদের কারখানা। আর মিটফোর্ড কালিবাড়ি এলাকায় তাদের গোডাউন। সেখান থাকতো আমিরলাল। সঙ্গে হেলাল (২০) নামে এক কর্মচারী থাকতেন। আমিরলালের স্ত্রী দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে থাকে।
তিনি আরও জানান, সকালে কারখানার মালিক আমির হোসেন কালিবাড়ির গোডাউনে গিয়ে দেখেন আমিরলাল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে দ্রুত সিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে ঘটনার পর থেকে কর্মচারী হেলালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিরালালের স্বজনদের ধারণা, হেলাল-ই আমিরলালকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমিরলালের বুকে ও পেটে ছুরির একাধিক আঘাত রয়েছে।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্লাস্টিকের চামচ ও প্লেট-এর গোডাউনের কর্মচারী ছিলেন নিহত ব্যক্তি। প্রাথমিকভাবে জানা গেছে, সকালের দিকে সেই গোডাউনে আমিরের সহকর্মী তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।