Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভে কলম্বিয়ার প্রেসিডেন্ট, বাতিল হল মার্কিন ভিসা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪২ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৩

নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে মাইক হাতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর অংশগ্রহণ এবং উসকানিমূলক আচরণের প্রেক্ষিতে তার মার্কিন ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, পেত্রো নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ অমান্য করতে ও সহিংসতা উসকে দিতে আহ্বান জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পেত্রো শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের বাইরে হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।

এ বিষয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

কলম্বিয়ার প্রেসিডেন্ট মার্কিন ভিসা

বিজ্ঞাপন

ইরান-রাশিয়ার পারমাণবিক চুক্তি সই
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৯

আরো

সম্পর্কিত খবর