নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর অংশগ্রহণ এবং উসকানিমূলক আচরণের প্রেক্ষিতে তার মার্কিন ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, পেত্রো নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ অমান্য করতে ও সহিংসতা উসকে দিতে আহ্বান জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পেত্রো শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের বাইরে হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।
এ বিষয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।