নরসিংদী: বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) জয়নুল আবেদীন বলেছেন, ‘গত ১৭ বছর পরিবার নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার সুযোগ আপনারা আমরা কেউ পাই নাই। নানা হেনস্তার শিকার হয়েছেন প্রতিনিয়ত। এই নির্বাচনের পরে আর কারো কোনো সাহস হবে না আপনাদের ওপর হাত তোলার। ঐক্যবদ্ধভাবে আমরা এই অপশক্তির প্রতিরোধ করবো। আমাদের সকল ষড়যন্ত্রের ব্যপারে সজাগ থাকতে হবে। কারো প্ররোচনায় পড়া যাবে না। কোনো ষড়যন্ত্রকারী, কোনো বেইমানকে আমরা জায়গা দেব না। সে দলের ভেতরের কিংবা বাইরের হোক না কেন।’
তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মাধ্যমেই আমরা আমাদের বিজয় ও লক্ষ্য অর্জন করবো। সামনে দুর্গাপূজা, আমরা সকলে মিলে এই উৎসব উদযাপন করবো। সকল ধর্মেই লেখা আছে ভালো মানুষ হও।’
শনিবার(২৭ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদী পৌরসভার বাইপাস রোডে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি ফরাজীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহম্মেদ খোকন, বিএনপির স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকির হোসেন, মনোহরদী উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি আওরঙ্গজেব ইয়াকুব, বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. অলিউর রহমান কাউসার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান অহিদ, মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।