গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রীর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন যাত্রী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভাঙা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল সেখ (৪৮)। তিনি মাছের ব্যবসা করতেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানান, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী। এ ঘটনায় আহত তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।