Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ছাদ থেকে ফেলে কলেজছাত্রকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৭

সুধারাম মডেল থানা। ছবি: সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালী পৌরসভার মাইজদীতে ছাদ থেকে আতিকুল ইসলাম তিতাস (২৫) নামে এক কলেজছাত্রকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, এখনো ওই কলেজছাত্রের মৃত্যুর সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাইজদী শহরের বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

নিহত আতিকুল ইসলাম তিতাস চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শহিদ চেয়ারম্যান বাড়ির আব্দুল গনির ছেলে।

নিহতের বড় ভাই আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, তিতাস নোয়াখালী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। আমাদের বাড়ি চৌমুহনী পৌরসভা এলাকায় হলেও আমরা গত ২০-২৫ বছর যাবৎ নোয়াখালী জেল রোডের আক্তার ভবনের তৃতীয় তলায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছি। শনিবার সকালে বাসা থেকে বের হন তিতাস। দুপুরের দিকে মাইজদী শহরের বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদে কে বা কারা আমার ভাই তিতাসকে বেধড়ক নির্যাতন করে নিচে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

নিহতের বড় ভাই আরো জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে চলে আসি। এসে দেখি তিতাসের হাত ভেঙে গেছে। পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। গলায় কাটা আঘাতের চিহ্ন আছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এই সম্পর্কে আমরা কিছুই জানি না।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) আবু তাহের বলেন, ছাদ থেকে ফেলে হত্যা নাকি ছাদ থেকে পড়ে মারা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি।

সারাবাংলা/এসএস

অভিযোগ কলেজছাত্র ছাদ নোয়াখালী ফেলে হত্যা

বিজ্ঞাপন

৫ কেজি ওজনের এক পোয়া ৮০ হাজার টাকা
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১

আরো

সম্পর্কিত খবর