Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ কেজি ওজনের এক পোয়া ৮০ হাজার টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫২

পটুয়াখালী: মৎস্যবন্দর মহিপুরের আলিপুরে জেলের জালে ফের ধরা পড়েছে একটি বিরল সামুদ্রিক পোয়া মাছ। ৪ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছটি ৮০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি ‘ব্লাক ডায়মন্ড’ বা ‘কালো পোয়া’ নামে পরিচিত।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ‘মেসার্স জাবের ফিসে’ মাছটি জেলেরা নিয়ে আসলে উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। এসময় মাছটি দেখতে আড়তে মানুষের ভীড় জমে।

জানা গেছে, মাছটি আড়তে তোলার পর ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন ‘ফ্রেশ ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি এম মুসা। তিনি মাছটি রফতানির জন্য প্রস্তুত করবেন বলে জানিয়েছেন। এর আগে গত বুধবার তিনি সাড়ে ৪ কেজি ওজনের আরও একটি কালো পোয়া মাছ ৭২ হাজার টাকায় কিনেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় জেলেদের কাছে এই মাছটি ‘ব্ল্যাক ডায়মন্ড’ ও দাঁতিনা নামেও পরিচিত। আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষত মাছটির বায়ুথলি (এয়ার ব্লাডার) চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হওয়ায় এর দাম অনেক বেশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই মাছকে ‘ব্ল্যাক স্পটেড ক্রোকার’-ও বলা হয়। এই মাছ জেলেদের জালে ধরা পড়া অত্যন্ত খুশির খবর। তিনি বলেন, এর এয়ার ব্লাডার (বায়ুথলি) আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান হওয়ায় মাছটির দাম অনেক বেশি। বাংলাদেশে এটি সচরাচর ধরা পড়ে না, তবে সুন্দরবন সংলগ্ন এলাকায় কিছুটা পাওয়া যায়। এই প্রজাতির সর্বোচ্চ ২৫ কেজি ওজনের মাছ আহরিত হয়েছে।

কর্মকর্তার মতে, সাম্প্রতিক ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফলেই জেলেরা এখন বেশি মাছ পাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।

সারাবাংলা/এসআর

কালো পোয়া পটুয়াখালী পোয় মাছ

বিজ্ঞাপন

৫ কেজি ওজনের এক পোয়া ৮০ হাজার টাকা
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫১

আরো

সম্পর্কিত খবর