ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘৩১৮টি প্রতিষ্ঠান ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে কাজ করতে নির্বাচন কমিশনে আবেদন করে। এর মধ্যে ৭৩টিকে নিবন্ধনযোগ্য বিবেচনায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’
আগামী ২০ অক্টোবরের মধ্যে এসব সংস্কার বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে। এর পর দাবি আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধন চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মত পর্যবেক্ষক প্রতিষ্ঠানের নিবন্ধন চালু হয়। একবছর করে মেয়াদ নির্ধারণ করা হলেও পরে তা পাঁচ বছর করে নীতিমালা প্রণয়ন করা হয়।
ইসির নিবন্ধন পেতে যাচ্ছে ৭৩টি পর্যবেক্ষক সংস্থা
স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৬
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৬
সারাবাংলা/এনএল/পিটিএম