Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির নিবন্ধন পেতে যাচ্ছে ৭৩টি পর্যবেক্ষক সংস্থা

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফাইল ছবি

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

‎তিনি বলেন, ‘৩১৮টি প্রতিষ্ঠান ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে কাজ করতে নির্বাচন কমিশনে আবেদন করে। এর মধ্যে ৭৩টিকে নিবন্ধনযোগ্য বিবেচনায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’

‎আগামী ২০ অক্টোবরের মধ্যে এসব সংস্কার বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করা যাবে। এর পর দাবি আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধন চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

‎উল্লেখ্য, নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মত পর্যবেক্ষক প্রতিষ্ঠানের নিবন্ধন চালু হয়। একবছর করে মেয়াদ নির্ধারণ করা হলেও পরে তা পাঁচ বছর করে নীতিমালা প্রণয়ন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/পিটিএম

টপ নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা

বিজ্ঞাপন

আফগানিস্তান সিরিজে লিটন থাকছেন তো!
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৩

অস্থির বাজারে কমলো সোনার দাম
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৬

আরো

সম্পর্কিত খবর