Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিলনাড়ুতে বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৭

সমাবেশে থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক। হতাহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তামিলনাড়ুর করুর জেলায় আয়োজিত এক সমাবেশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত প্রাপ্তবয়স্কদের সবাই বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজগম’ (টিভিকে)-এর সমর্থক। এদের সবাই সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় জমিয়েছিলেন এবং বিজয়ের জন্য প্রায় ছয় ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। কিন্তু সমাবেশে তার আসতে দেরি হওয়ায় ভিড় ক্রমেই বাড়তে থাকে। একপর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিজ্ঞাপন

গণমাধ্যমগুলো জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে একের পর এক মানুষ অজ্ঞান হয়ে পড়তে থাকেন। তখন বিজয় হঠাৎ করেই বক্তব্য শেষ করে দেন। পরে তিনি প্রচার বাস থেকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন। কিন্তু এই ভিড় এক সময় হুড়োহুড়িতে রূপ নেয়। তখন পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এর পর শতাধিক মানুষকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়।

খবর পেয়ে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছান। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জেলা প্রশাসককে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন।

সারাবাংলা/পিটিএম

তামিলনাড়ু নিহত পদদলিত বিজয় সমাবেশ

বিজ্ঞাপন

আফগানিস্তান সিরিজে লিটন থাকছেন তো!
২৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৩

আরো

সম্পর্কিত খবর