মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদ্যুতায়িত হয়ে মো. লিখন (১৭) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিখন ওই গ্রামের মো. রমজান আলীর ছেলে এবং সরকারি শ্রীনগর কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের মেধাবী ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে লিখন তার বাবার সঙ্গে গাছের ডাল কেটে ট্রলারে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঝুলন্ত বিদ্যুৎ তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গাদিঘাট দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা ওমর ফারুক বলেন, ‘লিখনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’