ঢাকা: সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছোট ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮ টায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সহায়তার অভিযোগ রয়েছে। মিছিলের জন্য মানুষ সংগ্রহ ও অর্থ যোগানের অভিযোগ করেছে পুলিশ।
এদিকে গুলশান থানার অফিসার (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা মামলাও রয়েছে।’