Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:০২

বঙ্গোপসাগরে লঘুচাপ। ফাইল ছবি

ঢাকা: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে ভ্যাপসা গরম কিছুটা বাড়ার পাশাপাশি অক্টোবরের শুরুতে বৃষ্টির প্রবণতাও বাড়তে পারে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, “বৃষ্টিপাত কিছুদিন কম থাকতে পারে। তবে আগামী ১ অক্টোবরের দিকে সাগরে আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে। তখন বৃষ্টির পরিমাণ আবার বাড়বে।”

এদিকে বর্তমানে বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ভারতের দক্ষিণ উড়িষ্যা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আগামী ১ অক্টোবরের দিকে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দুই-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

সারাবাংলা/এফএন/ইআ

বঙ্গোপসাগর লঘুচাপের পূর্বাভাস

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৭

আরো

সম্পর্কিত খবর