সাতক্ষীরা: সাতক্ষীরায় একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাতক্ষীরা উন্নয়ন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার অর্থনৈতিক সম্ভাবনা ও পর্যটন খাত বিকশিত করতে বিমানবন্দর স্থাপন অত্যন্ত জরুরি। সুন্দরবন, ভোমরা স্থলবন্দর ও কৃষি উৎপাদনের কারণে সাতক্ষীরার কৌশলগত গুরুত্ব রয়েছে।
বিমানবন্দর হলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ সময় বক্তারা একটি দৈনিক পত্রিকায় সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদনেরও তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিত এই সংবাদ জেলার ন্যায্য উন্নয়ন দাবিকে ছোট করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সাতক্ষীরায় বিমানবন্দরসহ বিশ্ববিদ্যালয় স্থাপন, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়।