ঢাকা: রাজধানীর আজিমপুরের দায়রাশরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাড়িটিতে যৌথবাহিনীর সদস্যরা ঘিরে রাখতে দেখা যায়। এরপর পুলিশকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর সদস্যরা।
স্থানীয়দের অভিযোগ, বাড়িটিতে কার্যকম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপনে যাতায়াত করেন। এই বাসা থেকেই দেশ বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে। বাসাটিতে অন্য লোক তেমন একটা থাকেন না বলে জানা গেছে।
রাজধানীর পুরান ঢাকা ইসলামপুর ও লালবাগ এলাকায় হাজী সেলিমের একাধিক বাড়ি থাকলেও আজিমপুরে এই বাড়িটি অনেকেরই অজানা ছিল।
বাড়িটির নাম গুলশান আরা মাসুদা ভবন। এই বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে কাগজপত্র না থাকা ছয়টি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে যৌথ বাহিনী। তবে গাড়িগুলো এখনো সেখানেই রয়েছে। পুরো বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা।
বাড়িটির আন্ডারগ্রাউন্ডে আরও বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে। এরমধ্যে জাতীয় সংসদের লোগো সম্বলিত একটি গাড়িও রয়েছে। একটি বিএমডব্লিউ গাড়ি রয়েছে। বাড়ির একজন ম্যানেজারকে আটক করা হয়েছে।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন যৌথ বাহিনীর কর্মকর্তারা।