Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৩

সালথা থানা, ফরিদপুর।

ফরিদপুর: জেলার সালথায় পারিবারিক কলহের ‌জের ধরে স্ত্রী নাদেরা আক্তারকে (২৩) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজুর বিরুদ্ধে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার ‌সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের জয়নাল মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বরের(২৬) ঘরের মধ্যে নিহত নাদেরার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। পরবর্তীতে সালথা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহতের স্বামী রাজু মাতুব্বর ১৪/১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসে। শনিবার রাতে নাদেরাকে মেরে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে। মেয়েটির পরিচয় এখনো জানা যায়নি। পুর্নপরিচয়সহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

স্ত্রীকে হত্যা হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর