ঢাকা: তিন কার্যদিবসের উত্থানের পর রোববার (২৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ডিএসই-তে ৭১ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে এবং লেনদেনও আগের কার্যদিবসের চেয়ে অনেক কমেছে।
এদিন দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮০ পয়েন্টে। যা আগের টানা তিন কার্যদিবসের উত্থানের মধ্যে বৃহস্পতিবার ২২ পয়েন্ট, বুধবার ৪৫ পয়েন্ট ও মঙ্গলবার ১০ পয়েন্ট বেড়েছিল।
রোববার ডিএসই-তে ৫৬৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের দিন ছিল ৭০৮ কোটি ৯৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৪৪ কোটি ৭৭ লাখ টাকার বা ২০ শতাংশ।
এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭০টির বা ১৭.৬৮ শতাংশের। আর দর কমেছে ২৮২টি বা ৭১.২১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৪টি বা ১১.১১ শতাংশের।
অপরদিকে সিএসই-তে রোববার ১৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২০৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২টির, কমেছে ১৩৫টির এবং পরিবর্তন হয়নি ১৯টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৬৩ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়েছিল।