Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ট্রলির ধাক্কায় জামায়াত নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৭

মাওলানা রফিকুল ইসলাম।

নীলফামারী: নীলফামারীর ডিমলায় পাথরবোঝাই ট্রলির ধাক্কায় জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ডিমলা উপজেলার শুটিবাড়ী বাজারের পূর্ব দিকে ডিমলা-ডালিয়া সড়কে ঘটনাটি ঘটে।

নিহত জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম ডিমলা উপজেলার খালিশা চাপানী বুড়ির হাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

রফিকুল ইসলাম ডিমলা উপজেলার সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদরাসার সহকারী সুপার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, মাওলানা রফিকুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাদরাসা যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছানো মাত্র পাথর বোঝাই একটি ট্রলি পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যায় এবং গুরতর আহত হয়।

আশংকাজনক অবস্থায় তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল হাকিম তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
৩০ জানুয়ারি ২০২৬ ০৯:২৬

আরো

সম্পর্কিত খবর