Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতীতের মতো নির্বাচন হবে না: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৭

-ছবি : সারাবাংলা

ঢাকা: অতীতের মতো নির্বাচন হবে না। আসন্ন নির্বাচনকে আমরা স্বচ্ছ করতে চাই, সেসঙ্গে সবাই যাতে দেখতে পারে- সে ব্যবস্থাও করতে চাই- এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ‘সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ’-এ সমাপনী বক্তব্যে তিনি এ কথা জানান। সংলাপে অপর চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, নির্বাচন স্বচ্ছ করতে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে। দেশিয় পর্যবেক্ষক যতটা সম্ভব বেশি নিবন্ধন দেওয়া হবে। একই সঙ্গে আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শ বাস্তবায়ন করার। অতীতের মতো হবে না। আমাদের সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। আমাদের দরজা সব সময় খোলা। সেই সঙ্গে
আমরা ফেরত আনছি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা। আপনাদের সবার সহযোগিতা নিয়ে সুন্দর নির্বাচন করতে পারব।

বিজ্ঞাপন

সংলাপে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচায অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার,, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান, চর্চার সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর