Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনসভায় পদদলিত হয়ে মৃত্যু
নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা করে দেবে বিজয়

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৫

সমাবেশে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতি। ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) আয়োজিত সমাবেশে পদদলিত হয়ে নিহতদের পরিবারের জন্য ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন বিজয়। একইসঙ্গে প্রায় ১০০ জন আহতকে দুই লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় করুরে আয়োজিত সভায় প্রায় ২৭ হাজার মানুষের ভিড় জমে, যেখানে মাত্র ১০ হাজার মানুষের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। বিজয়ের প্রায় সাত ঘণ্টা দেরিতে পৌঁছানো এবং পর্যাপ্ত খাবার ও পানির অভাব ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে অন্তত ৩৯ জনের মৃত্যু হয় এবং শতাধিক আহত হয়।

বিজ্ঞাপন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন নিহতদের পরিবারকে ১০ লাখ এবং আহতদের এক লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী এরই মধ্যেই করুরে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনকে প্রধান করে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেন।

বিজয় তার দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শোকবার্তায় লিখেছেন, ‘আমার হৃদয়ের বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনাদের প্রিয়জন হারানোর এই অপূরণীয় ক্ষতিতে আমি পরিবারের একজন সদস্য হিসেবে পাশে দাঁড়াতে চাই। নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের দুই লাখ টাকা দেওয়া হবে।’

তিনি আরও লিখেছেন, ‘এই অর্থ আসলে কোনো সান্ত্বনা নয়, কিন্তু দায়িত্ববোধ থেকে এই সামান্য সহায়তা করছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরুক এই প্রার্থনা করি।’

এদিকে, নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ উঠেছে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে। জানা গেছে, প্রায় ২৭ হাজার মানুষের ভিড় সামলাতে মাত্র ৫০০ পুলিশ মোতায়েন ছিল।

সারাবাংলা/এনজে

বিজয় থালাপতি সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর