Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে বিএনসিসি-স্কাউটের ৪০ হাজার শিক্ষার্থী যুক্ত করার পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

ঢাকা: ‎নির্বাচনে শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ৪০ লাখ বিএনসিসি ও স্কাউটের শিক্ষার্থীদের যুক্ত করার পরামর্শ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ।

‎রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ের ‎নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত সংলাপে অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা সংলাপে অংশ নেয়।

‎সংলাপ শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) সিস্টেমের জন্য আমাদের এখানে যে জিনিসটা দরকার সেটা এখনো বাংলাদেশ সেটার জন্য প্রস্তুত না। কারণ পিআর সিস্টেমের যেসব দেশগুলোতে কাজ করছে এখন এই মুহূর্তে তাদের বাস্তবতা এবং আমাদের বাস্তবতা একরকম না। এটা একটা ক্যাওয়াটিক সিচুয়েশন (বিশৃ্ঙ্খল পরিস্থিতি) তৈরি হতে পারে।

‎তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে সারাদেশের ৫০০ উপজেলার ৬৪টি জেলাতে আমাদের একটা নেটওয়ার্ক আছে। হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এদেরকে কীভাবে কাজে লাগানো যায় ইসি ভাবতে পারে। আমরা ইসিকে সহযোগিতা করব। আরেকটা জিনিস আমরা বলেছি যে, আমাদের এই সময়টাতে বাংলাদেশে প্রায় ২২ লাখ স্কাউট আছে এবং বিএনসিসি প্রায় ২২ লাখ স্কাউট আছে।’

‎তিনি আরও বলেন, ‘নির্বাচনের তারিখ যতো তাড়াতাড়ি ঘোষণা করা হবে ততোই এ বিষয়ে সন্দেহ দূরীভূত হবে।’ তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার কথাও বলেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

ড. এ এস এম আমানুল্লাহ নির্বাচন বিএনসিসি-স্কাউট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর