Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যেখানে ব্যাংকের রিজার্ভই সেইফ না, সেখানে পোস্টাল ব্যালট কতটুকু সেইফ’

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই সেইফ না, সেখানে পোস্টাল ব্যালট কতটুকু সেইফ বুঝতে হবে। তাই পোস্টাল ব্যালটে কী কী চ্যালেঞ্জ হতে পারে তা বের করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিইসি।

রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে সিইসি আরও বলেন, ‘আমাদের সাইবার সিকিউরিটি মেবি অ্যাট স্টেক, হ্যাকিং হতে পারে। এ প্রশ্নগুলো কনসালটেন্টকে করেছিলাম। যদি নির্বাচনের দিন এটা হ্যাক হয়, তারপর কী হবে। আর উই প্রিপায়ার্ড টু রেইজ দিজ?’

বিজ্ঞাপন

সিইসি বলেন, ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট মে রেইজ ডিবেটস। এটা পরের দিকে ডিবেট হতে পারে। ইট মে রেইজ লট অব কোয়েশ্চেনস অ্যাজ ওয়েল। এটা আমরা জানি। তবে তারা (কনসালটেন্ট) আমাকে আশ্বস্ত করেছন যে, ব্যবস্থা নেবেন।’

এদিনের সংলাপে শিক্ষাবিদ, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে
১৭ নভেম্বর ২০২৫ ১১:১৭

চাকরি দিচ্ছে এসিআই
১৭ নভেম্বর ২০২৫ ১০:৫১

রূপায়ণ গ্রুপে চাকরি'র সুযোগ
১৭ নভেম্বর ২০২৫ ১০:৪৫

আরো

সম্পর্কিত খবর