Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসবিরোধী আইনের মামলা
৫ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩০

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদার।

ঢাকা: রাজধানীর গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে, শনিবার রাতে গুলশান এলাকা থেকে শাহেদকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশান থানাধীন ডা. ফজলে রাব্বী পার্কের দক্ষিণ পাশে মিছিল বের করেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মিছিলে তারা উসকানিমূলক স্লোগান দেন। একইসঙ্গে, চলাচলরত গাড়ি ভাঙচুরের চেষ্টা চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়। ঘটনার পরদিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন গুলশান থানার এসআই মো. মাহাবুব হোসাইন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর রাতে জুলাই-আগস্টের গণআন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার হন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর