Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০০

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় নির্বাচনে দেশের সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ প্রতিশ্রুতি দেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে মন্দিরে গিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি বিশ্বাস করে, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে হলে প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে আমরা সে লক্ষ্যেই কাজ করব, যাতে সব সম্প্রদায়ের প্রার্থী ও ভোটার নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের বহু দাবি রয়েছে। অন্তর্বর্তী সরকার কিছু পদক্ষেপ নিলেও অনেক কিছু এখনো পূরণ হয়নি। আমরা সরকারকে আহ্বান জানাই, তাদের দাবিগুলো বাস্তবায়ন করে দিতে।’

নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, দেশের হিন্দু সম্প্রদায় ও সংখ্যালঘুরা যাতে কখনো অনিরাপদ না বোধ করেন, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি জানান, পূজা উদযাপন নির্বিঘ্ন করতে এনসিপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন পূজামণ্ডপে কাজ করছেন।

আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে সমান মর্যাদায় দেখতে চায়। আমরা চাই একটি এমন বাংলাদেশ, যেখানে কাউকে তার পরিচয়ের কারণে বঞ্চিত হতে হবে না।’

ঢাকেশ্বরী মন্দিরে পূজারি ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে নাহিদ ইসলাম সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এই বার্তা দেন।

সারাবাংলা/এফএন/জিজি
বিজ্ঞাপন

সূচক ও দর পতনে শুরু, উত্থানে শেষ
১৬ নভেম্বর ২০২৫ ১৮:০১

আরো

সম্পর্কিত খবর