ঢাকা: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশি বেশি মিডিয়া বা সিসি টিভি রাখার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচর্য ড. নিয়াজ আহমদ।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংলাপে তিনি এ পরামর্শ দেন।
ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ বলেন, ‘আমরা সবাই চাই একটি ভালো নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ মনে করেছি- একটা হচ্ছে সাংবাদিকদের সর্বাবস্থায় সঙ্গে রাখা। তারা পরীক্ষিত বন্ধু, প্রত্যেক স্তরে তাদের সহযোগিতা দরকার।’
তিনি বলেন, ‘আমাদের দেশে তুলনামূলকভাবে রাজনৈতিক শিষ্টাচারের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে। যারা নির্বাচনে জয়লাভ করেন তারা অনেক ক্ষেত্রে মেনে নেওয়ার একটা প্রশ্ন ছুড়ে দেয়। সেক্ষেত্রে সাংবাদিকদের কাছে পরিষ্কার চিত্রটা থাকলে সেটি যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটি শক্ত ফ্রেম।’
তিনি আরও বলেন, ‘প্রথমত ধরে নিতে হবে যে, যারা নির্বাচনে হারবেন তারা অসন্তুষ্ট থাকবেন। শিষ্টাচার বলে কিছু থেকে থাকে সেটির ওপর ভরসা করা যাবে না। সেফগার্ড মেজার নিয়ে নামতে হবে। মানে আশেপাশে যত মিডিয়া বা সিসি টিভি রাখা যায়। যত চোখ আশেপাশে রাখা যায়। ধরে নিতে হবে এই ব্যাপারটি চ্যালেঞ্জিং হবে।’
ঢাবি ভিসি বলেন, ‘আমরা সাংবাদিকদের পাশে পেয়েছি। তাদের সঙ্গে সব সময় কথা বলেছি। কখনো কখনো বিরক্তিকর কথাবার্তাও তাদের সঙ্গে হয়েছে। কিন্তু তাদের সাপোর্ট অমূল্য। তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। ব্যালট বক্স খোলা থেকে গোনা পর্যন্ত সাংবাদিকরা ছিলেন। আর আমরা প্রাসঙ্গকি অপ্রাসঙ্গিক সব কথা বলেছি। আর পর্যবেক্ষকরা আমাদের লাইফসেভিং ছিল।’
নির্বাচনে আইটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে ড. নিয়াজ বলেন, ‘অবকাঠামোগত দুর্বলতার কারণে সমস্যা করলে সঙ্গে সঙ্গে বিশ্বাসযোগ্যতায় প্রভাব ফেলবে। ফলে যাদের আইটি জ্ঞান আছে এবং যাদের নেই; এটা নিয়ে মতপার্থক্য দেখা যায়। চূড়ান্ত বিচারে খুব ক্ষতি করে। তাই বারবার পরীক্ষা করার ব্যাপার আছে।’
ঢাবি উপাচার্য বলেন, ‘আপনাদের কিছু সুনাম অর্জন হয়েছে। বিশেষ করে ভোটার তালিকার ব্যাপারে।’ আইটি সাপোর্টের পোস্টাল ব্যালট এবং প্রত্যেকটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করা দরকার বলেও মত দেন তিনি।