Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে দুর্গোৎসব
মণ্ডপ উদ্বোধন করলেন হাঙ্গেরির কনসাল ইভিলিন অলটিয়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:১১ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:১২

পূজার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত হাঙ্গেরি দূতাবাসের কনসাল ড. ইভিলিন। ছবি: সংগৃহীত

লালমনিরহাট: লালমনিরহাটে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঐতিহ্যবাহী দেব বাড়ি পূজা মণ্ডপে আনুষ্ঠানিকভাবে পূজার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত হাঙ্গেরি দূতাবাসের কনসাল ড. ইভিলিন অলটিয়েন পোলানেক।

দেব বাড়ি পূজা মন্ডপের সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত কুমার দেবের উদ্যোগে এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের বাংলাদেশি প্রবাসীরা। এর মধ্যে ছিলেন সুইডেন প্রবাসী বিশিষ্ট অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকন এবং চট্টগ্রামে হাঙ্গেরি এম্বাসির কনসাল মোকলেসুর রহমান লেনিন। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় পরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা ও রঙিন আলোকসজ্জা, ঢাক-ঢোলের বাজনা আর ভক্তদের উচ্ছ্বাসে দেব বাড়ি পূজা মণ্ডপে শুরু হলো শারদীয় দুর্গোৎসব।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব বলেন, প্রতিবারই মা দুর্গা স্বর্গ থেকে আসেন, তবে এবার তিনি এসেছেন হাতিতে। মায়ের কাছে আমাদের চাওয়া, বিশ্ব একটি সঠিক নেতৃত্ব পাক, সব রেষারেষি দূর হোক, বাংলাদেশসহ পুরো পৃথিবী ফুলে ফলে পূর্ণ হয়ে উঠুক। তিনি আরও বলেন, সীমান্তবর্তী লালমনিরহাট জেলার উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে প্রতিবছরই বিশেষ অতিথিদের এখানে আমন্ত্রণ জানানো হয়।

দেব বাড়ির আরেক সদস্য অনন্যা বলেন, দুর্গাপূজা আমাদের অন্যরকম আনন্দের উৎসব। মায়ের কাছে প্রার্থনা, দেশের জন্য ভালো পরিবেশ তৈরি হোক, সবাই যেন ভালো থাকে।

পূজা মণ্ডপের প্রধান পুরোহিত শ্রী রণেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এবার মা দুর্গা গজে এসেছেন, আর বিদায় নেবেন দোলায় চড়ে। প্রতিবছরের মতো এ বছরও মা আমাদের জন্য শান্তি ও শুভকামনা নিয়ে এসেছেন। সবার অংশগ্রহণে উৎসবটি হবে মিলনমেলা, যা শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়ক হবে।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ
১৩ নভেম্বর ২০২৫ ১১:৩৮

আরো

সম্পর্কিত খবর