পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তবে, সাড়ে চার ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেন যাত্রীরা।
ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারী রিলিফ ট্রেনের সাহায্যে রেল লাইনের পাশে রেখে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া বগিগুলো অন্য একটি ইঞ্জিনের সাহায্যে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে গিয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ট্রেন যাত্রীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে, ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।
এ ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে বগি উদ্ধারকাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। এদিকে, চরম ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা।
পাকশী পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় প্রকৌশলী-২ নাজিম কায়সার জানান, এরইমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। কতক্ষণের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা দ্রুত উদ্ধার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।