Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে ৫ ‘সমন্বয়ক’ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২১

‎রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সাবেক আহ্বায়ক রাব্বিসহ পাঁচ সমন্বয়ককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে চাঁদা দাবির মামলায় বসিলা গার্ডেন সিটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন– সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।

জানা যায়, রোববার রাতে চাঁদাবাজির খবর পেয়ে রাতে বসিলা আবাসিক এলাকার হাউজিং অফিসে যায় সেনাবাহিনী। মানিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন সেইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের মালিক। সেনা কর্মকর্তাকে শোনানো হয় একটি রেকর্ডিংও। তবে, চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্তরা। পরে সেনাবাহিনী তাদের মোহাম্মদপুর থানায় সোপর্দ করে।

বিজ্ঞাপন

সেইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের মালিক জানান, গত ২০ সেপ্টেম্বর হাসপাতালে এক নারী মৃত বাচ্চা প্রসব করে। বিষয়টিকে কেন্দ্র করে শিশুটির বাবা শাহীন- রাব্বি, মানিক, সুফিয়ান ও ফরহাদকে নিয়ে তার প্রতিষ্ঠানে যায় এবং ভয়ভীতি দেখিয়ে এক লাখ বিশ হাজার টাকা নেয়। আবারও টাকা দাবি করে রোববার রাতে হাসপাতালের মালিককে ডেকে নেয় বসিলা আবাসিক এলাকায়।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইফুল ইসলাম রাব্বি চাঁদাবাজির অন্য আরেকটি মামলার এজাহার নামীয় আসামি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর শাখার আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর