Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সংসদ সদস্য বাদল ও বুবলী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪১

ফয়জুর রহমান বাদল ও তামান্না নুসরাত বুবলী।

রাজধানী থেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই দুই এমপিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা সংগঠনের নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা এবং নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন ফয়জুর রহমান বাদল। এরপর দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জয় লাভ করেন তিনি। ফয়জুর রহমান বাদলকে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তামান্না নুসরাত বুবলী একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য ছিলেন। বুবলী নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

বিজ্ঞাপন

বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
৫ নভেম্বর ২০২৫ ১৪:২০

আরো

সম্পর্কিত খবর