ঢাকা: রাজধানীর উত্তরা জসিম উদ্দিন রোডে বাসের ধাক্কায় আরমান মির্জা (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উত্তরা জসিম উদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে মারা যান।
মৃত আরমানের খালা নাজনীন আক্তার জানান, উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাশ করেন আরমান। তাদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিয়ালা গ্রামে। বাবার নাম আবু সুফিয়ান মির্জা।
তিনি জানান, ভোরে জসিম উদ্দিন রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আরমান। পরে পথচারীরা তাকে আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য আরমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ওই শিক্ষার্থীকে স্বজনরা হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।