কক্সবাজার: কক্সবাজারে শারদীয় দূর্গাপূজার মহা সপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়ছে ভক্তদের। উৎসরমূখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা উৎযাপনে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মণ্ডপে মোতায়েন করা হয়েছে র্যাব-পুলিশ-বিজিবি-সেনাবাহীনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পূজা উৎযাপন কমিটি বলছে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অথাৎ সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে তাদের রয়েছে সার্বিক ব্যবস্থা। পূজারী ছাড়াও মণ্ডপে আগত পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
কক্সবাজারে প্রতিমা ও ঘট পূজার সংখ্যা ৩১৭টি যার মধ্যে প্রতিমা পূজা ১৫২টি। এবারে প্রতিমার আগমন ঘটেছে গজে আর গমন হবে দোলায়। দশমীতে সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের জন্য এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে, শারদীয় দূর্গাপূর্জা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর টানা চারদিনের ছুটিকে কেন্দ্র করে কয়েক লাখ পর্যটক আগমনের আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। এরইমধ্যে ঘটেছে ব্যাপক পর্যটকের আগমন। শহরে থাকা প্রায় ৫০০ হোটেল-মোটেলের মধ্যে বেশিরভাগ আগাম বুকিং হয়ে গেছে।